• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:০৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রু ২২, ২০১৮

নিজস্ব প্রতিনিধি :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন, বর্ণমালা লেখা, রচনা ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় এ পুরস্কার বিতরণ করা হয়।

এরআগে সকালে লক্ষ্মীপুর শিশু একাডেমির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন।

লক্ষ্মীপুর শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন, বর্ণমালা লেখা, রচনা ও আবৃত্তি প্রতিযোগীতায় জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ৩৬ জন বিজয়ী হয়ে পুরস্কার অর্জন করে।

এতে চিত্রাঙ্কনসহ ২টিতে আহমেদ শেহ্জাদ যিয়ান প্রথম বিজয়ী হয়ে জেলা প্রশাসকের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। যিয়ান বাংলা নিউজ টোয়েন্টি ফোর.কমের লক্ষ্মীপুরের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান ও আফরোজ জাহান নিরু দম্পতির একমাত্র ছেলে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com