৯:২১ অপরাহ্ণ, জুলা ১৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর পৌর শহরে একটি গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে।
রবিবার দুপুর ১ টার দিকে জেলার সদর ভুমি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর ভুমি কার্যালয়ের সামনে সামির এন্টারপ্রাইজ নামক একটি দোকানে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে গ্যাসের চুলা পরীক্ষা করার সময়এতে হঠাৎ আগুন লেগে যায়। এসময় দোকানের মালিক সিলিন্ডারটি দোকানের বাহিরে ছুড়ে ফেলে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত গ্যাসসিলিন্ডারের আগুন নিভিয়ে ফেলে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াসি আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দ্রুতঘটনাস্থলে যাওয়ায় বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩