১:৪৫ অপরাহ্ণ, নভে ০৬, ২০১৭
মিসু সাহা নিক্কন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মো: স্বপন (২৮) নামে এক গৃহকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার চরগাজী ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ টুমচর বেলাল উদ্দিনের বাড়ির পাশে একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত মো: স্বপন ওই গ্রামের মো: বেলাল উদ্দিনের ছেলে। একটি গাছের সাথে স্বপনের ঝুলন্ত লাশটি মাটিতে পা লেগে থাকায় সচেতন মহল মৃত্যুটি অস্বাভাবিক দৃষ্টিতে দেখছেন।
৯নং চরগাজী ইউ,পি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইকবাল হোসেন মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩