২:০১ পূর্বাহ্ণ, ফেব্রু ২২, ২০১৮
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এর আগে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন, পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্চন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, যুবলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।