৭:৪৭ অপরাহ্ণ, এপ্রি ২৪, ২০১৮
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলা নিকাহ রেজিষ্টার ও কাজী সমিতির সাধারণ সভা ও গতবছরে অবসরপ্রাপ্ত কাজীগনের বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় জেলা রেজিষ্টার কার্যালয়ে উক্ত সাধারণ সভা ও বিদায়ী সন্মাননা অনুষ্ঠিত হয়।
লক্ষীপুর জেলা নিকাহ রেজিষ্ট্রার সমিতির সভাপতি অালহাজ্ব কাজী অাব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলা রেজিষ্ট্রার মোঃ শাহাজাহান সর্দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,সদর উপজেলা সাব রেজিষ্টার অসিম কুমার বণিক, কেন্দ্রীয় নিকাহ রেজিস্টার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ মাহমুদুল হক নান্নু, সদর উপজেলার ১৪ নং মান্দারী ইউনিয়ন’র (অবসর প্রাপ্ত) কাজী লুৎফুর রহমান প্রমুখ।
বক্তব্য রাখেন, কাজী সমিতির জেলা সাধারন সম্পাদক কাজী মোঃ অাব্দুর রব হুমায়ুন, কাজী এ টি এম রফিক উল্যা, কাজী মাওঃ অাব্দুল লতিফ, কাজী মাওঃ অাব্দুর রহমান প্রমূখ।
অালোচনা সভা শেষে অবসর প্রাপ্ত ছয় জন কাজীকে আর্থিক ও ক্রেস্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়।এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং সদর উপজেলার ১৪ নং মান্দারী ইউনিয়নের কাজী রেজাউল করিমসহ জেলার কর্মরত কাজীগণ উপস্থিত ছিলেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩