• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:০৬
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন

১২:৫৯ অপরাহ্ণ, অক্টো ২৬, ২০১৯

নিজস্ব প্রতিনিধি : “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা পুলিশ ও কমিউিনিটি পুলিশিং সেল এর যৌথ আয়োজনে সদর মডেল থানার সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রসাশক সফিউজ্জামান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহবায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসন ভূঁইয়া আজাদ প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com