৮:১০ পূর্বাহ্ণ, অক্টো ২৮, ২০১৭
লক্ষ্মীপুর প্রতিনিধি: ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ, দিনের আলোতে রাতের আধাঁরে, কমিউনিটি পুলিশিং সদস্যরা ঘরে ঘরে’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭ উদযাপিত হয়েছে।
শনিবার ( ২৮ অক্টোবর) সকালে জেলা কমিউনিটি পুলিশিং সেল এর উদ্যোগে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সদর মডেল থানায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয় সবাই।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, সদর উপজেলা চেয়ারম্যাম এ কে এম সালাহউদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজল কান্তি দাস, ডি আই ওয়ান ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, কমিউনিটি পুলিশিং সেল জেলা সভাপতি সৈয়দ জিয়াউল হুদা আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, এহতেশাম হায়দার বাপ্পি প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশ জনতার সেতুবন্ধনের মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করা সম্ভব।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩