১২:৩৬ অপরাহ্ণ, ডিসে ২৪, ২০১৮
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী কেন্দ্রীয়বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ওপর হামলার ঘটনা ঘটেছে।এসময় দুইজনপুলিশ সদস্য, বিএনপির ২২জন ও আওয়ামী লীগের ৬জনআহত হয়েছেন।
সোমবার (২৪ ডিসেম্বর) সকালে পৌনে ১১ টার দিকেলক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে নির্বাচনী প্রচারকালে অতর্কিত হামলার এঘটনা ঘটে। হামলার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যেসংঘর্ষ বাঁধে।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আহত অন্যরা হলেনজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা বদরুল আলম শ্যামল, মামুন, সৈকত, বরকত উল্লাহ, জাহিদ, আবদুল খালেকসহ অন্তত২৫জন। তাদেরকে সদর হাসপাতালসহ শহরের বিভিন্নক্লিনিকে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের আহতনেতাকর্মীরা হলেন জুয়েল, রাছেল,আরিফ,ইউছুফ,সিরাজসহ ৬জন। তাদেরকে লক্ষ্মীপুর সদরহাসপাতালে ভর্তি করা হয়।
আহত শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, সকালে নির্বাচনী গণসংযোগকালে পুলিশের উপস্থিতিতেযুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। পুলিশও আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালায়। হামলায় অন্তত ২৫জন আহত হয়। হাসপাতালে আহতরা গেলে তাদের ঘেরাও করে বলেও অভিযোগ করেন এ্যানী। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার দাবি জানাই।
কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন বলেন, এ্যানি তার দলবল নিয়ে হামলা চালিয়ে তাদের নেতাকর্মীদের আহত করে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুলকালাম আজাদ বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এসময় পুলিশ পরিদর্শক মফিজ ও উপ পরিদর্শক রাজ্জাক আহত হয়।
লর্ক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেলঅফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন,এ্যানিসহ বেশ কয়েকজন আহত অবস্থায় হাসপাতালে আসে তাদের চিকিৎসা চলছে। এ্যানিকে এক্সরেসহকয়েকটি পরীক্ষা দেওয়া হয়েছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩