• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:৪৭
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে অবৈধ মজুদকৃত ৪০ বস্তা পেঁয়াজ জব্দ, দুই দোকানে জরিমানা

৯:১৪ অপরাহ্ণ, নভে ১৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর শহরের একটি গুদাম থেকে ৪০ বস্তা (১৬০০ কেজি ) পেঁয়াজ জব্দ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এসময় অবৈধভাবে পেঁয়াজ গুদামজাতের অভিযোগে মাইন উদ্দিন ষ্টোর নামের ওই গুদাম সীলগালা করে দেওয়া হয়। তবে প্রতিষ্ঠানটির মালিক আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দোকান রেখে পালিয়ে যায়। শনিবার রাত ৮টার দিকে শহরে গেঞ্জিহাটা সড়কে এ অভিযান চালানো হয়েছে।

এদিকে পেঁয়াজের মূল্য ২শ’ ২০টাকা রাখার অভিযোগে শহরের কার্তিক ষ্টোর নামের আরেক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় অন্য প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গোয়েন্দা সংস্থার দেওয়া  তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী গেঞ্জিহাটার মাইন উদ্দিন ষ্টোরের গুদামে তল্লাশি চালায়। এসময় গুদামে অবৈধ মজুদ রাখা ৪০ বস্তা পেঁয়াজ জব্দ করে তাঁরা। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই প্রাতিষ্ঠানের ষ্টোরের গুদাম ও দোকান সীলগালা করে দেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, পেঁয়াজ অবৈধভাবে গুদামজাত করায় একটি গুদাম থেকে ৪০ বস্তা পেঁয়াজ জব্দ করা হয়। এসময় ওই গুদাম এবং প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়েছে। এছাড়া বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় একটি প্রতিষ্ঠানের ১০ হাজার ও মূল্য তালিকা না থাকায় অন্য প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com