১২:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০১৯
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের পাঁচ উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে রামগঞ্জ ও রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী জয় লাভ করেছে। এদিকে লক্ষ্মীপুর সদর, রামগতি ও কমলনগরে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের ভরাডুবিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
রবিবার (২৪ মার্চ) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে বিজয়ী দুই প্রার্থীর মধ্যে রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনির হোসেন চোধুরী ৮৭ হাজার ২৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির সিরাজ মিয়া আম প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৭০ ভোট।
রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মামুনুর রশিদ নৌকা প্রতীকে ৩৬ হাজার ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার পেয়েছেন ২৫ হাজার ৩৩৯ ভোট।
অন্য তিন উপজেলায় নৌকার ভরাডুবিতে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতীকে ৫২ হাজার ১০০ ভোট পেয়ে জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপু নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কাশেম চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ১০২ ভোট।
কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে ১৪ হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মেজবাহ উদ্দিন বাপ্পি। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নুরুল আমিন নৌকা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৬১ ভোট।
রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে ২১ হাজার ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল ওয়াহেদ (বর্তমান চেয়ারম্যান) নৌকা প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪০৮ ভোট।
উল্লেখ্য যে, পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে রবিবার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত একযোগে জেলার ৪৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এবারের নির্বাচনে জেলার ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৮জন, ভাইস চেয়ারম্যান পদে ২৯জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে রামগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া আক্তার শিউলি বিনা প্রতিদ্বন্দ্বিতা বেসরকারিভাবে নির্বাচিত হন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩