৭:৫৫ অপরাহ্ণ, নভে ০৫, ২০১৭
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার বাঁঙ্গাখা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজান ভঁইয়াকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ( ৪ নভেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার জকসিন বাজারে রবিন রিমী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামীয় তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে অজ্ঞাত ব্যক্তি পুলিশের ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেট রেখে যায়।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর শাহাজান দোকানের বাহিরে থাকায় রাত ৮ টার পরে ৫০ উর্ধো অজ্ঞাত লোক এসে শাহাজান মেম্বারের খোঁজ করেন। এসময় তাঁর দোকানের মেস্তুরী সোহেলকে মোবাইলে অন্য একজনকে ফোনে কথা বলতে বলেন। তখন অন্য প্রান্ত থেকে ওই লোক বলেছিলো সে পুলিশ লাইন থেকে বলছে, শাহাজান মেম্বার আসলে তাঁকে রেখে যাওয়া বস্তাটা দিতে। মেস্তুরী সোহেলকে ওই বস্তা না খোলার জন্য বলে অজ্ঞাত লোকটি দ্রুত চলে যায়।
পরে সোহেল বিষয়টি শাহাজান মেম্বারকে জানালে তাঁর সন্দেহ হলে তিনি তাঁর পরিষদের চেয়ারম্যান কাজলকে জানালে চেয়ারম্যান চৌকিদার নিয়ে তাঁর দোকানে হাজির হয়ে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বস্তা খুলে উক্ত বুলেটপ্রুফ জ্যাকেট পেয়ে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে জ্যাকেট তাদের জিম্মা নেয়।
এব্যাপারে শাহাজান ভঁইয়া বাদি হয়ে ৫ নভেম্বর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন যাহার নং ২৩৩।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩