৯:৩৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুরে প্রথম ইংরেজি লক্ষ্মীপুর জেলায় প্রথম ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ‘1st District Magistrate Engliah Debate Competition’।
লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর ন্যাশানাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলসহ মোট ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই ৮ দলের মধ্যে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সহ মোট ৪ টি দল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পায়।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ রীনা সুলতানা।
প্রধান অতিথি শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের ইংরেজিতে কথা বলার দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। তিনি ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তার উপর জ্ঞানগর্ভ আলোচনা করেন। আমন্ত্রিত অতিথিরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। (প্রেস বিজ্ঞপ্তি)