• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:০৫
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে আ.লীগ নেতা ফজলুল করিমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

২:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রু ১৪, ২০১৮

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আ ন ম ফজলুল করিমের (৬৫) লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সোনামিয়া ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে দক্ষিণ মজুপুর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। এরআগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরজ্জামানের নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার দেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ফজলুল করিম দীর্ঘদিন কিডনি ও হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে সিঙ্গাপুরের মাউথ এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর গ্রামের এ কে এম আক্কাস মিয়ার ছেলে ও ইউনিক হোটেলের মালিক।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com