৪:৪২ অপরাহ্ণ, জুলা ১২, ২০১৭
বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফয়েজ উল্লাহ জিসান নামে আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে বেদম পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলা ডাকবাংলোর পাশের একটি দোকানে এ হামলার ঘটনা ঘটে।
আহত আওয়ামী লীগ নেতা ফয়েজ উল্লাহ জিসান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সৈকত মাহমুদ সামছুর ভাই সম্রাট কয়েকজন সহযোগীকে নিয়ে জিসানের ওপর হামলা চালায়। এসময় তাকে বেদম পিটিয়ে আহত করে মোটরসাইকেলযোগে হামলাকারীরা পালিয়ে যায়। জিসানের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানায়, আগামী ১৫ জুলাই (শনিবার) উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে আতংক সৃষ্টি করতেই তার ওপর এ হামলা চালানো হয়েছে।
আহত জিসান আওয়ামী লীগ নেতা শাহজাহানের অনুসারী বলে জানা গেছে।
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান এ ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বাংলানিউজকে বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।