• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | বিকাল ৫:৫১
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে আয়বর্ধকমূলক কাজে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ

৫:০০ অপরাহ্ণ, সেপ্টে ২৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে গ্রামীণ জনগোষ্ঠীকে আয়বর্ধক কাজে লাগিয়ে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে শহর ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথ উদ্যোগে ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় দল ভিত্তিক ৮৫ জন সুবিধাভোগীর মাঝে সর্বমোট ২০ লাখ ৮ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা অধিদফতরের পরিচালক (কার্যক্রম) ও যুগ্ম সচিব মো. আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদফতরের পরিচালক (কার্যক্রম) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সমাজের পিছিয়ে পড়া অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের উন্নয়নে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হলো, ‘দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে না’। এজন্য প্রকৃত সুবিধাবঞ্চিতদের খুঁজে বের করে সুদমুক্ত ক্ষুদ্রঋণের আওতায় এনে আয়বর্ধকমূলক কাজে লাগাতে হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com