৬:৩০ অপরাহ্ণ, সেপ্টে ২৮, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগীতায় শনিবার সকালে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মো. আনোয়ার হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, সনাক সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩