• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | সকাল ৬:২০
  • আর্কাইভ

লক্ষ্মীপুরে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির অগ্রগতি বিষয়ক সমন্বয় সভা

৯:৪৫ অপরাহ্ণ, নভে ১৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং সুবিধাবঞ্চিত বিচারপ্রার্থীদের সরকারি খরচে সেবাদান করা হচ্ছে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে জেলা, উপজেলা, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ কর্মসূচির অগ্রগতি বিষয়ক ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন ও এসব কমিটির বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয়। তাছাড়া আইনগত সহায়তা প্রদান কর্মসূচি অগ্রগতি বৃদ্ধি করতে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে অবহিত ও উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা হয়। উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ মসজিদ-মন্দির ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে লিগ্যাল এইড বিষয়ক লিফলেট বিতরণের প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে মাল্টিমিডিয়া ও প্রজেক্টরের মাধ্যমে লিগ্যাল এইড ও আইন সহায়তায় ডিজিটালাইজেশন বিষয়ক প্রেজেন্টেশন প্রদান করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মুহাম্মদ ফাহদ বিন আমিন চৌধুরী।

এইড কুমিল্লার প্রজেক্ট ম্যানেজার আবু নাছেরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী এসএম মহিউদ্দিন মহিন, এইড কুমিল্লার প্রজেক্ট ম্যানেজার শামীম আজাদ শুভ সহ আরো অনেকে। এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com