১:৫৬ পূর্বাহ্ণ, মে ১৮, ২০১৯
নিজস্ব প্রতিনিধি : ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) লক্ষ্মীপুর জেলা শাখার ইফতার মাহফিল ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ লক্ষ্মীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় শহরের সোনার বাংলা চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল ও সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. আবু তাহের।
এসময় প্রকৌশলী পরিবারের দুইজন সদস্যকে এ+ কৃর্তি সংবর্ধনা সহ বিরল রোগে অক্রান্ত একটি অসহায় শিশুকে ৫০ হাজার টাকার চেক হস্থান্তর করা হয়েছে।
ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মাকসুদ আহমেদ (বাবুল) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সামছুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আবদুল মোতালেব, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩