৫:৩১ অপরাহ্ণ, অক্টো ০৯, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : জেলা পর্যায়ে শিশু অধিকার পরিস্থিতি বিষয়ক শিশু সংলাপ বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
ন্যাশনাল চিলন্ডেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) লক্ষ্মীপুর শাখার সভাতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লা আল জব্বার, জেলা সমাজ সেবার উপ-পরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী, সেভ দ্য চিলন্ডেন এর প্রতিনিধি সুমনা শিল্পী প্রমুখ।
এ সময় ন্যাশনাল চিলন্ডেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিশু অধিকার বিষয়ক বিভিন্ন সমস্যা তুলে ধরে এর সমস্যা নিরসনে অতিথিদের সহযোগীতা কামনা করা হয়।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩