২:৩৬ অপরাহ্ণ, ডিসে ২৭, ২০১৭
নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুর ‘ইলেভেন কেয়ার একাডেমী’ নামে একটি অত্যাধুনিক স্কুলের উদ্বোধন করা হয়েছে। মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে পাঠদানের প্রতিশ্রুতি নিয়ে এ স্কুলটির পথ চলা শুরু হয়।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের শেখ রাসেল সড়ক সংলগ্ন একাডেমীক ক্যাম্পাস প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুব।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক তোফায়েল আহম্মদ, পৌর আওয়ামী লীগের সি.সহ-সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ইউসূফ, ডাচ্ বাংলা ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার খাজা নাজিম উদ্দিন, ইলেভেন কেয়ার একাডেমী’র প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম।
আলোচনায় অতিথিবৃন্দ স্কুলটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩