• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:৩৬
  • আর্কাইভ

লক্ষ্মীপুরের ৪টি আসনে নির্বাচনী মাঠে ২৪জন প্রার্থী

১০:১২ অপরাহ্ণ, ডিসে ০৯, ২০১৮

মেরাজ চৌধুরী :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের ৪টি সংসদীয় আসনে ২৪জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

রবিবার (০৯ ডিসেম্বর) শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত ৪২জনের মধ্যে ১৮ জন প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের নিকট থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,যে ২৪জন নির্বাচনী মাঠে রয়েছেন  তারা হলেন  লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন মো. শাহাদাত হোসেন সেলিম(এল ডি পি), ড. আনোয়ার হোসেন খান ( জাতীয়ভাবে তরিকত কিন্তু স্থানীয়ভাবে আওয়ামীলীগ), মো. আলমগীর হোসেন (বাংলাদেশ জাতীয় পার্টি), রেজাউল করিম (বাংলাদেশ মুসলিমলীগ), মো. রফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোশারফ হোসেন (এনপিপি), সিরাজ মিয়া (বিএনএফ)।

লক্ষ্মীপুর-২( সদর আংশিক ও রায়পুর) মো. আবুল খায়ের ভূইঁয়া (বিএনপি), মোহাম্মদ নোমান (জাতীয় পার্টি), শেখ ফায়েজ উল্যাহ শিপন (বাংলাদেশ মুসলীম লীগ), মো হেলাল উদ্দিন (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), শাহজাহান পাটোয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল (স্বতন্ত্র)।

লক্ষ্মীপুর-৩ (সদর) এ কে এম শাহজাহান কামাল (আওয়ামীলীগ), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী (বিএনপি), মো. ইব্রাহিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), সেলিম মাহমুদ (এনপিপি), নুর মোহাম্মদ (বাংলাদেশ জাতীয় পার্টি)।

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আ স ম আবদুর রব (জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি), আবদুর রাজ্জাক চৌধুরী (বাংলাদেশ জাতীয় পার্টি) মেজর (অব.) আবদুল মান্নান (বিকল্পধারা), মিলন কৃষ্ণ মন্ডল (বাসদ), তানিয়া রব (জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), মো. শফিকুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

জেলা রিটার্ণিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, রবিবার সারাদিন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো। এর মধ্যে ১৮জন প্রার্থী তাদের প্রাথীতা প্রত্যাহার করে নেন। এর মধ্যে ৪ জনের প্রার্থীতা দলীয় ও জোটের চুড়ান্ত প্রার্থী দেওয়ার কারনে নির্বাচনী বিধি অনুযায়ী বাতিল হয়ে গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com