৯:৩১ পূর্বাহ্ণ, ডিসে ২২, ২০১৭
কালের প্রবাহ অনলাইন:
স্থায়ী পদ না থাকলেও অতিরিক্ত সচিবের পর এবার জনপ্রশাসনের ১৯৩ জন উপ-সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম-সচিব করেছে সরকার।
পদোন্নতি প্রাপ্তদের মধ্যে লক্ষ্মীপুরের প্রাক্তন ২জন জেলা প্রশাসকও মো: জিল্লুর রহমান চৌধুরী (বর্তমান জেলা প্রশাসক, চট্টগ্রাম) ও এ.কে. এম টিপু সুলতান (বর্তমান উপসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়) রয়েছেন।
যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়ায় লক্ষ্মীপুরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পেশার জনসাধারণ তাঁদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক এদুই জেলা প্রশাসকদ্বয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রেওয়াজ অনুযায়ী পদোন্নতির পর তাদের ওএসডি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বর্তমান সরকারের মেয়াদে পঞ্চম দফায় জনপ্রশাসনের কর্মকর্তারা বড় ধরনের পদোন্নতি পেলেন। কয়েক দিনের মধ্যে উপসচিব পদেও পদোন্নতি দেওয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৪ জন বিদেশে কর্মরত রয়েছেন। এই চারজনের জন্য আলাদা পদোন্নতির আদেশ জারি করা হয়েছে। ১৮৯ জনের পদোন্নতির জন্য আরেকটি আদেশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই প্রধানমন্ত্রী যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতির তালিকা অনুমোদন করেন জানিয়ে ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, শুক্র-শনিবার সরকারি ছুটি বলে বৃহস্পতিবার মধ্যরাতেই আদেশ জারি করা হয়েছে।
৫:২৭ অপরাহ্ণ, অক্টো ৩০, ২০২১
১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টে ৩০, ২০২১