• ঢাকা,বাংলাদেশ
  • শনিবার | ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ১২:৫০
  • আর্কাইভ

লক্ষ্মীপুরের দত্তপাড়ায় ইউপি সদস্য মিলন অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত

৯:৪২ অপরাহ্ণ, সেপ্টে ২৮, ২০১৯

নিজস্ব প্রতিনিধি :

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় খোরশেদ আলম মিলন নামের এক ইউপি সদস্য অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় ৮ নং দত্তপাড়া ইউনিয়নের আলাদাদপুর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এসময় তিনি উক্ত স্থানে একটি চায়ের দোকানে অবস্থানরত ছিলেন। অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে এসে আকস্মিক তাকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহত মিলন একই ইউপির ৬ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত ও সুরুতহাল রিপোট শেষে নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করবেন বলে জানা যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ শেষে মিলন মেম্বার স্থানীয় ওই দোকানে চা খেতে খেতে এলাকাবাসীর সাথে আলাপচারিতায় মগ্ন ছিল। এসময় আকস্মিক কয়েকটি মোটরসাইকেলযোগে একদল অজ্ঞাত সন্ত্রাসী ছুটে এসে তাকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। কি কারনে কারা এ ঘটনা ঘটাতে পারে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অনুমান করতে পারছেননা।
তবে স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায় নিহত মিলন মেম্বার ইতিপূর্বে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকলেও বিগত কয়েকবছর থেকে তিনি সন্ত্রাসী পথ পরিহার করে সাধারণ মানুষের কাতারে সামিল হন। এরপর তিনি নির্বাচন করে মেম্বার নির্বাচিত হয়ে স্থানীয় জনগণের সেবায় আত্মনিয়োজিত হন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com