• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ২:৫০
  • আর্কাইভ

লক্ষ্মীপুরের জকসিনে সড়ক দুর্ঘটনা দুই ভাই নিহত

১১:০০ পূর্বাহ্ণ, ডিসে ০৮, ২০১৭

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ (৮ ডিসেম্বর) শুক্রবার বিকেল ৪টার দিকে জকসিন বাজার মসজিদ সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের শহিদপুর গ্রামের মছজিদ বাড়ির খোরশেদ আলমের দুই ছেলে হাছান ও হোসাইন।

স্থানিয়রা জানায়, ওই দুই ভাই লক্ষ্মীপুর থেকে নতুন ফ্রিজ ক্রয় করে নিজেরা ভ্যান গাড়ী চালিয়ে বাড়ি ফেরার পথে জকসিন বাজারে চৌমুহনী থেকে লক্ষ্মীপুরগামী আনন্দ বাস পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে তারা দুই ভাই নিহত হয়। স্থানীরা নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন। মৃতদেহ এখনো সেখানে পড়ে রয়েছে বলেও জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com