৭:৫৪ অপরাহ্ণ, আগ ০৩, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চররমনী মোহনে কাবিখা প্রকল্পের আওতায় নির্মাণকৃত একটি সড়ক এক সপ্তাহ পর না হতেই ভাঙ্গন দেখা দিয়েছে। কাজের গুণগত মানে ত্রুটি থাকায় এমনটি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের তুলাতলী হতে মনপুরা ব্রীজ পর্যন্ত রাস্তা সলিং এর কাজে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় ৮ মে. টন চাল বরাদ্দ দেওয়া হয়।
২০১৮-১৯ অর্থ বছরে প্রকল্পটির বরাদ্দ দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম। প্রকল্পের সভাপতি হলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল।
স্থানীয়রা অভিযোগ করেন, সড়কটি সলিং করার সময় সড়কে থাকা খানাখন্দ মাটি দিয়ে ভরাট করার বদলে বালু দিয়ে ভরাট করা হয়েছে। ফলে নির্মাণের এক সপ্তাহের মাথায় সড়কের কয়েকটিস্থানে ভাঙ্গন দেখা দিয়েছে।
প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেন, ‘বর্ষা মৌসুমে মাটি না পাওয়ায় বালু দিয়ে সড়কের গর্ত ভরাট করতে হয়েছে। ফলে যানবাহন চলাচলের সময় ভেঙ্গে যায়।’