• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৪৮
  • আর্কাইভ

লক্ষীপুরে মুদি দোকানে বিদেশি বিয়ারের ব্যবসা : আটক-১

১:৫০ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৯

নিজস্ব প্রতিনিধি :

লক্ষীপুরে এক মুদি দোকান থেকে বিপুল পরিমাণ বিদেশি বিয়ার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই দোকানের মালিককেও গ্রেফতার করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একদল পুলিশ লক্ষীপুর সদরের তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ভবেরহাট বাজারের মোস্তফা হাজী মার্কেটে রাজু স্টোরে অভিযান চালিয়ে এসব বিয়ার উদ্ধার ও দোকনে মালিক মোহাম্মদ রাজু (৩২) কে গ্রেফতার করে।

রাজু তেওয়ারীগঞ্জ ইউনয়নের ধর্মপুর এলাকার হারুন মেম্বার বাড়ির মোহাম্মদ ছলিম উল্যার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সোলাইমান জানান, গোপন সংবাদে ভিত্তিতে রাজু স্টোরে অভিযানে গেলে আমাদের দেখে দোকানের মালিক রাজু পালানোর চষ্টা করে। ধাওয়া দিয়ে তাকে আটকের পর দোকানে তল্লাশী চালিয়ে দুটি বিস্কুটের কার্টুনে লুকানো ১৯ টি বিদেশি বিয়ারের ক্যান উদ্ধার করা হয়।

তিনি বলেন, বিয়ারগুলো বেলজিয়ামে তেরি। জিজ্ঞাসাবাদে আটক রাজু স্বিকার করেছে, মুদি দোকানের আড়ালে অবৈধভাবে বিয়ারের ব্যবসা করে আসছিল।

পরিদর্শক সোলাইমান আরো জানান, এবিষয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ে করে আসামিকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com