১০:০৫ অপরাহ্ণ, ফেব্রু ১৫, ২০২০
দেখালে ডাক্তার
নাই আর নিস্তার
দেবে ভুরি ভুরি টেস্ট
বলবে নিতে হবে রেস্ট।
ডায়াগনস্টিক যাবেন
ব্লাড আর ইউরিন
ইকো আর ইসিজি
এক্সরে আলট্রাসনোগ্রাফি
টেস্ট দিবেন
টাকা পেইড করবেনন
তারপর রিপোর্ট ডেলিভারী পাবেন।
ডাক্তার শত শত
রোগীও রোগ অগণিত
সিরিয়াল দিবেন
অপেক্ষায় থাকবেন।
ডাক্তার চেম্বার
রোগ শোক নয়তো কমবার
আজব এক জায়গা
টেকেন টোকেন রিপোর্ট আর সিরিয়াল।
নতুন আর পুরাতন রোগী
রিপোর্ট দেখাতে লাগবে ফি
ইদানিং সিরিয়াল এগিয়ে নিতে
লাগবে উপরি।
ডাক্তার ভালো আর মন্দ
কেউবা কষাই
কেউবা ভগবান
কেউবা নিরাময়ের উছিলা।
কারো কাছে সেবা
আর মানবিকতা
কারো কাছে ব্যবসা
তবু মহৎ এক পেশা।
মনিকা মুক্তা
সময়- ১৫/২/২০২০
স্থান: ডক্টরস চেম্বার
বাংলামটর,ঢাকা।