৭:২৫ পূর্বাহ্ণ, নভে ২৫, ২০১৭
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে শনিবার সকালে সিএনজি অটোরিক্সার ধাক্কায় মোঃ ফাহাদ (১০) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
শনিবার ( ২৫ নভেম্বর) সকালে রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের মাইজের পোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ ফাহাদ রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের আলম মিঝির ছেলে এবং স্থানীয় আবদুল আলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে শিশু ফাহাদ ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এমন সময় রায়পুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সাটি শিশুটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়।
পরে স্থানীয়রা সিএনজি চালক বিল্লালকে সিএনজিসহ আটক করে পুলিশে খবর দেয়।
রায়পুর থানার ওসি একেএম আজিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক সিএনজি ও তার চালককে আটক করা হয়েছে।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩