৪:৪২ অপরাহ্ণ, আগ ১৭, ২০২২
লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রায়পুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী পানেদা আক্তারের বিদায় ও রমিজ উদ্দিনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭আগস্ট) সকালে লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে লক্ষ্মীপুর জেলার উক্ত অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক আয়োজিত এই বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে রামগতি উপজেলা সহকারী প্রকৌশলী মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা কার্যালয়ের স্টোনোগ্রাফার মোঃ আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ শফিউল হক।
এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরা , রামগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশিকুর রহমান ও কমলনগর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সহেল চন্দ্র দাস এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে পিএসসি কর্তৃক সদ্য সুপারিশ প্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল।
প্রসঙ্গত: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমানের আলাদা অফিস আদেশে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী পানেদা আক্তার কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বদলি ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ রমিজ উদ্দিন কে রায়পুর উপজেলায় বদলি করা হয়।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩