• ঢাকা,বাংলাদেশ
  • শুক্রবার | ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫৯
  • আর্কাইভ

রামগতির মেঘনায় রাতভর অভিযান : ১৪ জেলের কারাদন্ড

১:৫০ অপরাহ্ণ, অক্টো ০৭, ২০১৮

রামগতি সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় মা ইলিশ ধরার দায়ে ১৪ জেলের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।জব্দ করা হয়েছে ২টি মাছ ধরার নৌকা, ২ হাজার মিটার জাল।

রোববার (৭ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। এরআগে মা ইলিশ শিকারের দায়ে মেঘনা নদীর চর আবদুল্লাহর হুজুরের খাল এলাকায় রাতভর অভিযান চালিয়ে জেলেদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন মো. ইলিয়াস (৪০), সিরাজ (৩৮) নোমান (২০), নাজিম (৩৬), লোকমান (৪০), ইউনুছ (৩২), মনির (২০), আইয়ুব (২৭), নুরে আলম (৪৫), মিজান,
নেজামল হক (২৯), মিরাজ (২০), রিয়াজ (২৩), শাহীন (১৮) ও ইসমাইল (৩২)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল হক বলেন, নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার করার দায়ে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ১৪ জনকে এক মাস করে বিনাশ্রম করাদন্ডেরর আদেশ দেওয়া হয়েছে। অপর এক জেলে কিশোর হওয়ায় তার কাছ থেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, রোববার ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশেরভরা প্রজনন মৌসুম। এ ২২দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতেইলিশসহ সকল প্রজাতির মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০কিলোমিটার মেঘানা নদী এলাকায় মাছ ধরা যাবে না। এসময় মাছশিকার, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ। এ আইন আমান্য করলে জেল অথবা জরিমানা এবং উভয় দন্ডের বিধান রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com