১১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৯
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬নং বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধকালীন সময়ে বৃহত্তর রামগতির (রামগতি-কমলনগর) মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস আর নেই।
রবিবার (১০ মার্চ) ভোররাতে ঢাকা ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন )।গত কয়েকদিন আগে হ্নদরোগে আক্রান্ত হলে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বিকেল ৫টা রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন রামগতি -কমলনগর আসনের সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য মোঃ আবদুল্লাহ, রামগতি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক, রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামশেদা জাং চৌধুরী, রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মোঃ আমান উল্যা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফাতেমা-তুজ-জোহরা (মনিকা)।
এছাড়াও রাজনৈতিক নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান – মেম্বার ও বিভিন্ন পেশার জনগণ শোক প্রকাশ করেন।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩