• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:৪০
  • আর্কাইভ

রামগতিতে ৯ শিশু জেলে আটক, জরিমানা আদায়

১০:৫৩ পূর্বাহ্ণ, অক্টো ১৭, ২০১৯

প্রবাহ ডেস্কঃ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নৌ-পুলিশ বড়খেরী ও মৎস্য বিভাগ রামগতি এর যৌথ অভিযানে মেঘনা নদীর টাংকি ঘাট এলাকায় দিনব্যাপি অভিযান চালিয়ে তিনটি নৌকা ও জাল আনুষ্ঠানিক ১৫০০ মিটার এবং ১০ কেজি মাছ সহ ০৯ জন জেলে আটক করা হয়। আটককৃত জেলেদের প্রত্যেককে ৫০০০ টাকা করে জরিমানা করা।

জানা গেছে, জেলেরা বর্তমানে নতুন কৌশল অবলম্বন করেছেন। তাহারা তাহাদের শিশু সন্তানদের নদীতে পাঠিয়ে নিজেরা নদীর পাড়ে ঘুরাঘুরি করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেক শিশু অপরাধীদের অভিবাবকদের অঙ্গীকার নেন যেন সন্তানকে স্কুলে পাঠানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com