• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩৬
  • আর্কাইভ

রামগতিতে রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করছেন ইউএনও

১১:৪৯ পূর্বাহ্ণ, জানু ১৪, ২০১৯

নিজস্ব প্রতিনিধিঃ

উপজেলা কার্যালয়ে বা অন্য কোন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হলে একই মানুষ বারবার পেয়ে থাকে। এ কারণে রাতের বেলায় বাড়ি বাড়ি ও গুচ্ছ গ্রামের ঘরে ঘরে  সঠিক অসহায় ব্যক্তি নির্ধারণ করে শীতবস্ত্র প্রদান করছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হক।

রবিবার ( ১৩ জানুয়ারি ) দিবাগত রাতে উপজেলার চর বাদাম ইউনিয়নের মোল্লা গুচ্ছ গ্রাম-২ ও চর আলগী ইউনিয়নের হাসান হোসেন এতিম খানায় শীতার্তদের মাঝে  কম্বল বিতরণ করেন।

এর আগেও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন। বেশ কয়েকদিন ধরেই তার এ বিতরন কার্যক্রম চলমান রয়েছে।

কম্বল বিতরণকালে আরও উপস্থিত থাকছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আমান উল্যাহ, সমবায় অফিসার মোঃ আব্দুস শহীদ ভুইয়া, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন ও চর বাদাম ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ  রফিকুল হক বলেন, রামগতিতে অনেকের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েগেছে তাই এখানে দুস্থ ও অসহায় শীতার্থের সংখ্যা বেশি । ফলে আমরা প্রত্যেক ব্যক্তির বাড়ি বাড়ি ও গুচ্ছ গ্রামের ঘরে ঘরে  গিয়ে তাদের প্রকৃত অবস্থা নির্ধারণ করে শুধু অসহায়দেরই শীতবস্ত্র প্রদান করছি। সমাজের বিত্তবানসহ স্বচ্ছল ব্যক্তিদের অসহায় ও দুস্থদের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান তিনি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com