৩:২৭ অপরাহ্ণ, ডিসে ১৪, ২০১৭
নিজস্ব প্রতিনিধি :
মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে ” বীরের কন্ঠে বীরত্ব কাহিনী ” শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুক্তিযোদ্ধাদের কন্ঠে বীরত্বের কাহিনী শুনানো হয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেন নতুন প্রজন্মের মধ্যে বিকৃত না হয়।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রশাসনের আয়েজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের কাছে তুলে ধরেন মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সোবহান,উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জিএম কামাল সহ প্রমুখ।
এর আগে গত মঙ্গলবার ও বুধবার উপজেলা প্রশাসন’র উদ্যোগে আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয়, চর মেহের আজিজিয়া উচ্চ বিদ্যালয়, রামগতি বিবিকে উচ্চ বিদ্যালয়, রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলেকজান্ডার কামিল মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে “বীরের কন্ঠে বীর কাহিনী” শীর্ষক কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধের গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান মাহমুদ ফেরদৌস ও জনাব আবদুল ওয়াহেদ মুরাদ।