১০:১০ অপরাহ্ণ, মে ১৫, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার পোড়াগাছা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- পোড়াগাছা ইউনিয়নের মো. ফিরোজ কবিরের মেয়ে বিথি (৮) ও তার ছোট ভাই ওয়ালিদ (৫)।
নিহতদের মামা সাহাব উদ্দিন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিকেলে নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় বিথি ও ওয়ালিদ। পরে বাড়ির লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হক সাংবাদিকদের জানান, ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি। বিষয়টি খুবই দুঃজনক।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩