• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৩:১৯
  • আর্কাইভ

রামগতিতে নানান কর্মসূচিতে বিজয় দিবস উদযাপন

১০:৩২ পূর্বাহ্ণ, ডিসে ১৬, ২০১৭

স্টাফ রিপোর্টার : রামগতিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন-রামগতি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী, থানার অফিসার ইনসার্জ ইকবাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পরে সকাল সাড়ে ৮টায় আ স ম আবদুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের অয়োজন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে।

উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ।

এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন রামগতির কমান্ডার ও বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুস সোবাহান, সহকারি কমিশনার(ভূমি) অজিত দেব, মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন প্রমূখ।

সভা শেষে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com