১১:২৩ অপরাহ্ণ, ফেব্রু ২৩, ২০১৮
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে ঝর্ণা বেগম(১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিজঘরের আঁড়ার সাথে ঝুলন্ত অবস্থা এমৃতদেহ উদ্ধার করা হয়।
ঝর্ণা বেগম উপজেলার চরগাজী ইউনিয়নের চর আফজল এলাকার নাসির উদ্দিনের মেয়ে। পেশায় সে টুপি বুননের কাজ করতো। জীবিকার তাগিদে শহরে তার বাবা নাসির উদ্দিন রিক্সা চালায় ও মা রেখা বেগম মানুষের বাসায় কাজ করে। বাড়িতে ঝর্ণা বেগম ও তার নানী থাকে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ৯-১০ বছর যাবৎ ঝর্ণা বেগমের পেটে ব্যাথা, যা অর্থিক অভাব-অনটনের কারণে সঠিক চিকিৎসা হয়নি। আজ সকালে পেটে ব্যাথা উঠলে তার নানী ঘরে শুয়ে থাকতে বলে এবং তার ঘরে সে ঘুমতে যায়। এরপর দুপুরে তার নানী তাকে ডাকতে গেলে আত্মহত্যার বিষয়টি টের পায়।
এবিষয়ে মেয়ের মা-বাবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে, আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। অসহ্য পেটে ব্যাথার কারণে আত্মহত্যা করেছে বলে অনেকের ধারনা।
রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাইন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।