১২:১৯ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০১৯
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) রামগতি উপজেলার জমিদার হাট বাজার সংলগ্ন ভাই ভাই কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন মেজু।
এসময় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের প্রোগ্রামার মোঃ মাকসুদুর রহমান।
দিনব্যাপী কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী, এনজিওকর্মী, পেশাজীবী সংগঠনের নেতা, ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন।
স্থানীয় পর্যায়ে সরকারে সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করছে। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সরকার স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও নানামুখী কার্যক্রম নিয়েছে। এর ধারাবাহিকতায় এ কর্মশালার আয়োজন করা হয়।