• ঢাকা,বাংলাদেশ
  • বৃহস্পতিবার | ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | রাত ৪:১২
  • আর্কাইভ

রাজস্বের আওতাভুক্তির দাবিতে ইউসিসিএ কর্মচারীদের লক্ষ্মীপুরে মানববন্ধন

৩:৪৪ অপরাহ্ণ, ফেব্রু ১৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতাভুক্ত ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন এ আয়োজন করে। মানববন্ধন শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি বলরাম, সহ-সভাপতি মিল্লাদ হোসেন ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলমসহ জেলার সকল কর্মচারীরা।

বক্তারা বলেন, ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটের আওতাভুক্ত করতে হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ শর্তহীনভাবে বাস্তবায়ন, ২০১২ সাল থেকে সকল বকেয়া বেতন ভাতা প্রদান ও অবসরকালীন সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com