২:০৩ পূর্বাহ্ণ, এপ্রি ২০, ২০২২
লক্ষ্মীপুর প্রতিনিধি : রাজধানীর নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে লক্ষ্মীপুর প্রেসক্লাব।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল এক বিবৃতিতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্বপালনকালে যারা সাংবাদিকদের উপর হামলা চালায় তারা যেই হোক না কেন তাদের পরিচয় তারা সন্ত্রাসী। অতীতে বিভিন্ন সময়ে এভাবে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। সেসব হামলাকারি সন্ত্রাসীরা বিভিন্ন মহলের মদদে পার পেয়ে যাওয়ায় এ ধরণের সন্ত্রাসী হামলার ঘটনা বার বার ঘটছে। এ সন্ত্রাসীরা দেশ, জাতি ও সরকারের শত্রু। তারা পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা চালিয়ে স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করতে চায়। এধরণের অপকর্মকে যে কোন মূল্যে প্রতিহত করতে হবে।
বিবৃতিতে নিউ মার্কেট এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবী জানান জেলা প্রেসক্লাবের নেতারা।