৯:৪৫ পূর্বাহ্ণ, ডিসে ০২, ২০১৭
প্রবাহ অনলাইন :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ দেখতে তার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে প্রয়াত মেয়রের রাজধানীর বনানীর ২৩ নম্বর সড়কের ৮০ নম্বর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের শান্তনা দেন ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।
পরিবারের সদস্যদের সঙ্গে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাতও করেন তিনি।
প্রধানমন্ত্রী সেখানে প্রায় ত্রিশ মিনিটের মতো ছিলেন। তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আনিসুল হকের মরদেহ জাতীয় পতাকা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পতাকা দিয়ে ঢাকা হয়েছে।
ছেলে মোহাম্মদ শারাফুল হকের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন মেয়র আনিসুল হক।
৫:২৭ অপরাহ্ণ, অক্টো ৩০, ২০২১
১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টে ৩০, ২০২১