৪:৪০ অপরাহ্ণ, অক্টো ০৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় নৌকা ডুবিতে মো. আলমগীর হোসেন (৩০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় উদ্ধার হয়েছেন দুই জেলে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর পর্যন্ত নিখোঁজ জেলের সন্ধান মেলেনি।
এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার কালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জ অদূরে মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলে আলমগীর জেলার সদর উপজেলার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
নৌকার মাঝি জামাল উদ্দিন জানান, রাতে তারা নদীতে ইলিশ শিকারে জাল ফেলেন। এসময় একটি মালবাহী লাইটারেজ জাহাজের ধাক্কায় তিন জেলেসহ নৌকা ডুবে যায়। তাৎক্ষণিক অন্য নৌকার জেলেরা নদী থেকে দুই জেলেকে উদ্ধার করতে পারলেও অপর জেলেকে উদ্ধার করতে পারেনি। মুহুূর্তে নদীর উত্তাল ঢেউয়ে নিখোঁজ হয় জেলে আলমগীর।
স্থানীয় চর কালকিনি ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ছায়েফ উল্লাহ বলেন, নিখোঁজ জেলের সন্ধানে স্বজনরা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় খোঁজ করছেন।
৭:৩৫ পূর্বাহ্ণ, জানু ৩০, ২০২৩