• ঢাকা,বাংলাদেশ
  • মঙ্গলবার | ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | দুপুর ২:০৩
  • আর্কাইভ

মান্দারীতে ওয়াপদা খালের ভাঙ্গনে হুমকির মুখে শতবছর পুরনো মসজিদ

৫:০৪ পূর্বাহ্ণ, নভে ২১, ২০১৭

মেরাজ চৌধুরী : লক্ষ্মীপুরে ওয়পদা খালের ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে। খাল ভাঙ্গনে বিলীন হয়ে গেছে সদর উপজেলার দক্ষিণ মান্দারী ও গন্ধর্ব্যপুর গ্রামের কয়েকটি কয়েকটি বাড়ির বিশাল অংশ , রাস্তা,বেড়ী, শতবছর পুরনো মসজিদ। বিলীন হয়ে যাচ্ছে ফসলী জমি। ভাটার টানে প্রতিনিয়তই ভাঙ্গনের মাত্রা বেড়েই চলছে।

জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের  ইউনিয়নের ওয়াপদার দক্ষিণ পাড়ে গন্ধর্ব্যপুর উত্তর পাড়ে দক্ষিণ ও পশ্চিম মান্দারী গ্রাম প্রায় ৬ কিঃমিঃ ওয়াপদার খাল। তবে আমিন বাজার থেকে পূর্বদিকে বাঙ্গনের তীব্রতা বেশী হওয়া খালের দক্ষিণ পাড়ে বেড়ীর রাস্তার বিশাল অংশ খালে বিলীন হয়ে গেছে।ফলে কিছুদিন আগে যাতায়াত ব্যবস্থার পুরো বিপর্যয় ঘটলে স্থানীয় ইউপি সদস্য কাজী রেজাউল করিম ও চেয়ারম্যান মিজানুর রহীম’র ব্যক্তিগত উদ্যোগে যাতায়াত ব্যবস্থা চলমান রাখেন, তবে যেকোন সময় আবারও চলাচল অচল হয়ে যাবে।

অন্যদিকে খালে উত্তর পাড়ে দক্ষিণ মান্দারী গ্রামের কিছু অংশ দক্ষিণ পাড়ের গন্ধর্ব্যপুর গ্রামের ৯ নং ওয়ার্ডের মধ্যে পড়ে। মান্দারী (৯নং ওয়ার্ডের) ছানাগাজী পাটওয়ারী বাড়ী জামে মসজিদের পাশের রাস্তা ওয়াপদার খালে বিলীন হতে যাচ্চে, ভাঙ্গনের হুমকির মুখে শতবছরের পুরনো জামে মসজিদ। এখনি কোন ব্যবস্থা না নিলে যেকোন সময় বিলীন হয়ে যাবে মুসল্লিদের প্রিয় জামে মসজিদটি। এছাড়া পুরোপুরিভাবে চলাচলও বন্ধ হয়ে যাবে অত্র এলাকার শতশত মানুষের।

স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান সহ  যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com