৯:৪৬ পূর্বাহ্ণ, আগ ০১, ২০১৭
বিশেষ প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারীতে ২০১৬-১৭ অর্থবছরে ১০ কোটি টাকার উন্নয়নকাজের ফিরিস্তি দিলেও গন্ধর্ব্যপুর গ্রামে তেমন কোন উন্নয়নকাজ হয়নি বল্লেই চলে। বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই গ্রামের বেশীরভাগ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।এতে করে বেশি ভোগান্তিতে পড়ছে স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়,মান্দারী-ভবানীগঞ্জ সড়কের গন্ধর্ব্যপুর গ্রামেরর বারাইপুর সংযোগ রাস্তা দিয়ে স্কুল মাদ্রাসার শতশত শিক্ষার্থী যাতায়াত করে। গত একমাস এই রাস্তা দিয়ে তেমন কেউ চলাচল করতে পারে নাই, তাই ব্যাহত হয় ছেলে-মেয়েদের লেখাপড়া। বেড়ী থেকে নামলেই কালভার্টের দুই পাশের মাটি সরে গিয়ে নালা পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই হাটুর উপরে পানি উঠে যায়। আশেপাশে কয়েক বাড়ীর বয়স্ক লোকগুলো মসজিদে এসে নামাজ পড়তে পারেনি।
গোলন্দাজ বাড়ীর নবী উল্যা মিয়া ও নুরুল ইসলাম মিয়া আক্ষেপ করে জানান, তাঁরাসহ ৪ বাড়ীর কোন লোক অনেকদিন যাবত মসজিদে এসে নামাজ পড়তে পারেননি।
মান্দারীর ৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নিজাম উদ্দিন জানান,ওয়াপদা বাজার থেকে বারাইপুর পর্যন্ত সরকারী খাল ভরাট করে পানি নিষ্কাশন বন্ধ করে সরু ড্রেন করে দেয়ায়,এতে করে ঠিকমত পানি নামতে পারেনা।একটু বৃষ্টি হলেই গন্ধর্ব্যপুরের বেশীর ভাগ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এতে করে গ্রামের অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।
১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১৩, ২০২৩
১০:৩৫ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৩