• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:২৪
  • আর্কাইভ

মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে লক্ষ্মীপুর ছাত্রলীগ

৭:৪৭ অপরাহ্ণ, আগ ০৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কার করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন ড্রেন এবং নর্দমায় এডিশ মশার বিস্তার রোধে ওষুধ প্রয়োগ করেন।


সোমবার (৫ জুলাই) দুপুরের জেলা শহরের উত্তর তেমুহনী থেকে দক্ষিণ তেমুহনী পর্যন্ত কার্যক্রম চালান ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইবনে জিসাদ আল নাহিয়ান, যুগ্ম-আহবায়ক সোহাগ পাটওয়ারী, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।


ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, ‘বাড়ির আশপাশ পরিষ্কার রাখলে এডিস মশাসহ অনান্য মশার বংশ বিস্তার রোধ হয়। কোথাও জমানো পানি থাকলে তা নিষ্কাষণ করতে হবে।’

এ সময় তারা মশার বিস্তার রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com