২:৪০ পূর্বাহ্ণ, ফেব্রু ১৫, ২০১৮
মনিকা মুক্তা:
তুই আমার এক রাজত্ব সুখ
তুই আমার লুকানো চিরকুট
তুই আমার মন ভালো করার চাবি
তুই আমার লালি শাড়ির আঁচল
খোপার রাঙা ফুল
আমি তোর পাগলী
তাই মাঝে মাঝে করে ফেলি
কিছু অনিচ্ছাকৃত ভুল।
তুই আমার মুখের হাসি
তুই আমার আদর রাঙা মুখ
প্রিয়তম আমি শুধু
তোর বুকে খুজি আমার সুখ।
তোর আমার প্রতিদিন
ভালবাসা দিবস
তোর চোখে তাকিয়ে
আমার হয়েছে ভালবাসার অসুখ
আমি আমৃত্যু তোর
শুধু তোর মাঝেই
খুঁজবো আমার সুখ।
কবি: মনিকা মুক্তা