• ঢাকা,বাংলাদেশ
  • রবিবার | ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | বসন্তকাল | রাত ৪:৫০
  • আর্কাইভ

ভুলূয়া নদীর ওপর দেওয়া বাঁধ থেকে পড়ে ভাই-বোনের মৃত্যু

৯:০৯ অপরাহ্ণ, ফেব্রু ১৬, ২০১৯

স্টাফ রিপোর্টার :  লক্ষ্মীপুরের কমলনগরে ভুলূয়া নদীর ওপর প্রভাবশালীদের দেওয়া বাঁধ থেকে পড়ে পানিতে ডুবে হাসনা আক্তার (৯) মো. হামিদ (১.৫) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের করুনানগর এলাকা সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হাসনা ও হামিদ চর কাদিরা ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা পোশাক শ্রমিক হোসেন আহাম্মদের ছেলে-মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য জিন্নাহ ভুইয়া ঘটনাস্থল থেকে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশুর দাদি নুর জাহান বেগম জানান, বাড়ির পাশে ভুলূয়া নদীতে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালীরা মাছ শিকার করে। ওই বাঁধের উপর দিয়ে ছোট ভাই হামিদকে কোলে নিয়ে বোন হাসনা পারাপারের সময় তারা দুই ভাই-বোন নদীতে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজাউল করিম রাজিব বলেন, সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পানিতে থেকে উদ্ধার করে দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আলমগীর হোসেন বলেন, কয়েক মিনিট আগে দুই ভাই-বোনের মৃত্যুর খবর শুনেছি।  ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন বলেন,নদীতে বাঁধ দিয়ে যারা মাছ চাষ ও মাছ শিকার করছে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com