• ঢাকা,বাংলাদেশ
  • বুধবার | ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩২
  • আর্কাইভ

ভলোবাসার মানুষটিকে অবহেলা কোরো না

৬:৫৭ অপরাহ্ণ, ডিসে ২০, ২০১৭

যে মানুষটা তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে,

সেই মানুষটাকে ইচ্ছা করে কখনো অবহেলা করো না।

হ্যাঁ, তুমি অবহেলা করলে সে কষ্ট পাবে ঠিকই কিন্তু কষ্ট পেয়েও সে তোমাকে ক্ষমা করে দেবে।

তোমার কাছেই ফিরে আসবে।

তুমিই তার দুর্বলতা – এটা জেনে ইচ্ছা করে তাকে কষ্ট দিও না।

“যত যা-ই করি, ও তো দিনশেষে আমার কাছেই ফিরে আসবে” – এটা চিন্তা করে তার আবেগ নিয়ে নিষ্ঠুরের মত খেলার অধিকার তোমার নেই।

কারো দুর্বলতা জেনে নিয়ে তাকে আঘাত করে মজা পাওয়ার অধিকার তোমার নেই।

কারণ যতটুকু সময় তুমি মানুষটাকে স্বেচ্ছায় অবহেলা করছো বা দূরে থাকছো আর কষ্ট দিচ্ছো, ঠিক ততটুকু সময়ই সে শিখছে এবং জানছে কিভাবে তোমাকে ছাড়াই বেঁচে থাকা যায়।

একদিন সে শিখে ফেলবেই তোমাকে ছাড়া বাঁচার উপায়, একদিন সে জেনে যাবেই তোমাকে ছাড়া বাঁচাটা অসম্ভব না।

সেদিন সে আর ফেরত আসবে না। তোমার দেয়া টুকরো টুকরো কষ্ট একসাথে তুমি ফেরত পেয়ে যাবে সেদিন।

বুঝতে পারবে, কি ভয়ঙ্কর ভুলই না ভেবেছিলে তুমি। সেদিন অনেক দেরি হয়ে যাবে…অনেক দেরি…!!

তো ভালোবাসার মানুষটিকে অবহেলা করে দূরে সরিয়ে রাখবেন না

বা

একটু কষ্ট দিতে তার থেকে দূরে যাওয়ার নাটকও করবেন না।

সব সময় তার পাশে থাকুন, সাথে থাকুন, ভালোবাসুন তাহলে সুখে থাকতে পারবেন সারা জীবন।

 

সংগ্রহীত:ভালোবাসা.ইন

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

১১:০১ অপরাহ্ণ, সেপ্টে ১০, ২০২২

কবিতা- মায়াজাল...

১০:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ০৮, ২০২২

নারী কবিতা : ফাতেমা-তুজ-জোহরা(মনিকা)...

১১:৫৯ পূর্বাহ্ণ, এপ্রি ১৪, ২০২০

আজব পহেলা বৈশাখ : কবি- মনিকা মুক্তা...

১০:০৫ অপরাহ্ণ, ফেব্রু ১৫, ২০২০

রোগী আর ডাক্তার...

৮:৫৯ অপরাহ্ণ, নভে ০৯, ২০১৯

স্বরচিত কবিতায় ‘বুলবুল’...



Design & Developed by Md Abdur Rashid, Mobile: 01720541362, Email:arashid882003@gmail.com