৭:১৩ অপরাহ্ণ, ডিসে ২১, ২০২১
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার ভাবনীগঞ্জ ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে ভোটারদের কাছে কাছে প্রচারণা চালিয়ে যাচ্ছেন মো. মামুনুর রশিদ ভূঁইয়া। সোমবার তিনি ইউনিয়নের বিভিন্নস্থানে প্রচারণা চালান। রাতে ৩ নম্বর ওয়ার্ডের মেঘনাবাজার সংলগ্নস্থানে এক উঠান বৈঠকে তিনি ভোটারদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
এ সময় মামুন ভূঁইয়া বলেন, আমি অতীত থেকেই এলাকার উন্নয়নের কাজ করেছি। অউন্নত এলাকায় রাস্তাঘাট এবং কালভার্ট তৈরী করে দিয়েছি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও সাধ্য অনুযায়ী আর্থিক সাহায্য সহযোগীতা করেছি।
আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।