৪:৩৩ পূর্বাহ্ণ, জানু ০৪, ২০১৮
প্রবাহ ডেস্ক:
লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ঠা জানুয়ারি) সকালে রাশেদ খান মেনন থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
তবে মন্ত্রীর সাথে অবস্থানরত নেতাকর্মীদের ফেসবুক ওয়ালেসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের থেকে জানা যায় সমাজকল্যাণ মন্ত্রীর দপ্তর পেয়েছেন বলে ছড়িয়ে পড়ে।
বর্তমানে এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা রাশেদ খান মেননকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
এর আগে মঙ্গলবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন একেএম শাহজাহান কামাল।
৫:২৭ অপরাহ্ণ, অক্টো ৩০, ২০২১
১:৪৮ পূর্বাহ্ণ, সেপ্টে ৩০, ২০২১